১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
বিদেশী শিক্ষার্থীর মৃত্যু

বাকৃবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন অব্যাহত, লংমার্চ

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি বিশ্বিবদ্যালয়ের (বাকৃবি) এক বিদেশী শিক্ষার্থীরা মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি ও হেলথ কেয়ার সেন্টারের অব্যবস্থাপনার অভিযোগে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। নয় দফা দাবিতে গত রোববার থেকে আন্দোলন চালিয়ে আসছেন তারা।

আজ বুধবারও ক্লাশ-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার অভিমুখে লংমার্চ করেছেন আন্দোলনকারীরা।

আগামীকাল বৃহস্পতিবারও ক্লাশ-পরীক্ষার বর্জন অব্যাহত থাকবে এবং দাবি বাস্তবায়নে দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

গত মঙ্গলবার রাতের ঘোষিত কর্মসূচি অনুযায়ী নয় দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার অভিমুখে লংমার্চ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা। লংমার্চটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ভবন প্রদক্ষিণ করে দুপুর ১টার দিকে হেলথ কেয়ার সেন্টারের সামনে আসে। এ সময় সেখানে হেলথ কেয়ার সেন্টারের বিভিন্ন অব্যবন্থাপনার বিষয়ে শ্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এসময় প্রক্টরিয়াল বডির সদস্য এবং হেলথ কেয়ার সেন্টারের প্রধান চিকিৎসক ডা. ফয়েজ আহমদ ও অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও কর্মকর্তা-কর্মচারী মিলে প্রায় ১০-১২ হাজার লোকের জন্য একটিমাত্র অ্যাম্বুলেন্স রয়েছে। হেলথ কেয়ারের সেবার নি¤œমান, সব ক্ষেত্রেই কমন কিছু ওষুধ ব্যবহার, ডায়াগনোসিসের অপ্রতুল ব্যবস্থা ও সকাল ১১টার পর বন্ধ থাকা, ডেন্টিস্ট ও অভিজ্ঞ ডাক্তারের অভাবসহ নানা অভিযোগ করেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের এ একটি অ্যাম্বুলেন্সেও মাঝে-মধ্যে কিছু ছাত্রনেতা নিজেদের প্রয়োজনে ব্যবহার করেন। সেসময় যদি কারো জরুরি দরকার পড়ে তবে তার অবস্থাও হারানির মতো হবে। এ বিষয়ে তাদের নৈতিকভাবে ভেবে দেখা দরকার আর প্রশাসনেরও নিয়ন্ত্রণের দাবি করছি।

এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাশ-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়ার পরও মাৎস্যবিজ্ঞান অনুষদে ক্লাশ চালু রাখায় ওই অনুষদে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। পরে অনুষদের ডিন শিক্ষার্থীদের দাবির মুখে ক্লাশ স্থগিত করেন।

এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। গত চারদিন থেকে ক্লাশ, ফাইনাল পরীক্ষা বর্জন করে আসছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে মৃত হারানির স্মরণে শোকসভার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টার মধ্যে দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

মৃত্যুবরণ করা বাকৃবির শিক্ষার্থীর নাম হারানি জানাকি রামান। তিনি মালয়েশিয়ার নাগরিক এবং বাকৃবির ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে থাকতেন।

হারানি শুক্রবার রাত ২টায় শ্বাসকষ্ট আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শুক্রবার সন্ধ্যায় হারানি অসুস্থতা বোধ করেন। তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টাওে নেওয়া হয়। তবে সে সময় হেলথ কেয়ার সেন্টারে অ্যাম্বুলেন্স না পাওয়ায় অটোতে করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মৃত্যুবরণ করেন হারানি। ওই ছাত্রের মৃত্যুর জন্য হেলথ কেয়ার সেন্টারের অব্যবস্থাপনা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে বিক্ষোভ জানান তারা।

আন্দোনরত শিক্ষার্থীদের দাবিগুলো হল : দায়িত্বে অবহেলার জন্য কর্তব্যরত ডাক্তার, হলের রোকেয়া হলের প্রভোস্ট ও হাউজ টিউটর এবং ভেটেরিনারি অনুষদের ডিনের পদত্যাগ, হেলথ কেয়ারে অভিজ্ঞ ডাক্তার, অ্যাম্বুলেন্স ও শয্যা সংখ্যা বৃদ্ধি, আন্দোলনকারীদের হয়রানি না করা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাকৃবি শিক্ষার্থীদের জন্য আলাদা ইউনিটের ব্যবস্থা করাসহ নয় দফা দাবি জানায় শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খানকে প্রধান করে পাঁচ সমস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফল হাসান বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে আমি আন্তরিক। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সব কিছু করতে হবে। সে লক্ষ্যে তদন্ত কমিটি করা হয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি শিক্ষার্থীদের ক্লাশে ফিরে আশার আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল