১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আবরার হত্যা : গণস্বাক্ষর নিচ্ছেন শিক্ষার্থীরা

গণস্বাক্ষরগুলো প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে - ছবি : নয়া দিগন্ত

আবরার হত্যায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করাসহ ১০ দফা দাবি আদায়ে গণস্বাক্ষর নিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

আজ সোমবার ক্যাম্পাসে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে তারা গণস্বাক্ষর নিচ্ছেন।

গণস্বাক্ষর নেয়া একজন শিক্ষার্থীর সাথে কথা হলে তিনি জানান, আবরার হত্যার বিচার দাবি এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে তারা গণস্বাক্ষর নিচ্ছেন। গণস্বাক্ষরগুলো তারা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন।

দেখা যায়, ভর্তিচ্ছু অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষরে অংশ নিচ্ছেন।

সে‌লিম উদ্দীন নামে এক অভিভাবক জানান, আবরা‌রের মতো কোনো সন্তানকে আমরা আর হারাতে চাই না। আমরা চাই এই হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রত্যেকের শাস্তি নিশ্চিত হোক।

এর আগে শনিবার সকালে শিক্ষার্থীদের পাঁচ দফা মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন পাঁচ দফা মেনে নেয়ায় তারা ১৩ ও ১৪ তারিখ আন্দোলন শিথিল করে।

পরীক্ষার পরদিন থেকে ১০ দফা দা‌বি‌তে তাদের পূর্বের আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষাথীরা।


আরো সংবাদ



premium cement