১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
স্বর্ণের খোঁজে কয়েক শ’ মানুষ

ভাগ্য বদলের স্বপ্ন যেন পূরণ হয়

-

একটি সহযোগী দৈনিকের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জিনের স্বর্ণের হাঁড়ি পেয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই স্বপ্ন পূরণে সত্যি মাটি খোঁড়াখুঁড়ি চলছে ঠাকুরগাঁওয়ের ইটভাটায়। কয়েক শ’ মানুষ মাটির স্তূপ খুঁড়েই চলছেন। কেউ কোদাল, কেউ বসিলা, খুন্তি দিয়ে স্বর্ণের সন্ধানে চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা। ভাগ্য বদলের আশায় দিনে-রাতে চলছে স্বর্ণ সন্ধানের চেষ্টা। দিনে-রাতে চলছে স্বর্ণ সন্ধানের মহাযজ্ঞ। খনন প্রতিযোগিতা চলছে জেলার রানীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইটভাটায়। রানীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইটভাটায় গত কয়েক দিন ধরে চলছে খনন প্রতিযোগিতা। বিভিন্ন বয়সের নারী-পুরুষ কোদাল, খুন্তি, বসিলা প্রভৃতি নিয়ে ওই ভাটায় আসছেন। ইট তৈরির জন্য স্তূপ করে রাখা মাটির ঢিবিতে চালাচ্ছেন ইচ্ছামতো খনন প্রতিযোগিতাও। এদের মধ্যে শ্রমিকশ্রেণীর মানুষ বেশি। স্বর্ণ পেলে ভাগ্য বদল হবে, এই আশায় কেউ বসে নেই। গভীর রাতেও তাই ভিড় দেখা যায় ইটভাটায়।
এপ্রিল মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে কাতিহার আরবিবি ইটভাটা। বলা হচ্ছে, ভাটায় মাটির নিচে পাওয়া যাচ্ছে স্বর্ণ। সংবাদটি ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে এসেছেন। স্বর্ণ পাওয়ার আশায় ইট তৈরির ঢিবিতে চালাচ্ছেন খননকাজ।
হালিমা, সাদেকুল বলেছেন, ভাটার স্তূপ থেকে কয়েকজন স্বর্ণ পেয়েছেন; কিন্তু তারা সামনাসামনি স্বীকার করছেন না। তাদের দাবি, অনেকেই স্বর্ণ পেয়েছেন; আমরাও খুঁড়ে দেখছি। আরবিবি ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী বলেন, কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে, মাটির স্তূপ থেকে স্বর্ণের জিনিস পাওয়া গেছে। সাধারণ মানুষ দিন-রাত তা খনন করছে। কেউ স্বর্ণের কোনো অংশ পেয়েছে, এমন খবর তারা পাননি। প্রতিদিন হাজার হাজার মানুষ খুঁড়তে আসছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, বিষয়টি আমরা জেনেছি। বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল। দু’দিন ধরে জনতা আবার একই কাজ শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement
ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ডুয়েটের ১৪ শিক্ষার্থীর সাজা সিলেট যেন মিছিলের নগরী এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : শামসুল ইসলাম সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজত আমিরের ব্রিটিশরা ভারতবর্ষের কতটা আর্থিক ক্ষতি করে গেছে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম খান বিচার বিভাগকে সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করতে হবে : সাকি সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় আরো ৪৫ জন নিহত

সকল