কোইকার সাথে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা চুক্তি
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জুলাই ২০২৪, ২১:২৪
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সাথে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা চুক্তি সই করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একই মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনের সাথে কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম এ চুক্তি সই করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন,‘এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কোইকা চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিকায়ন ও চাহিদানির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তা করবে।’
তিনি আরো বলেন,‘আমি আশা করি, এ প্রকল্পের সঠিক সময়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোক আরও যুগপোযোগী করবে। পাশাপাশি, এসব কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল কোরিয়াসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের নিশ্চিত সুযোগ তৈরি হবে।’
এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কোইকার প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৭ জুলাই কোইকা বাংলাদেশকে ১১৭ কোটি টাকার (১০ মিলিয়ন ডলার) আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছিল।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা