১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ

- ছবি - ইন্টারনেট

জাতীয় সংসদের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হবে আজ রোববার। অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট হতে যাচ্ছে এটি। আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে নতুন এ বাজেট।

এর আগে শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বক্তব্যে এবারের বাজেটে কিছু নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয় অর্থবিল।

এদিকে তেমন কোনো পরিবর্তন ছাড়াই পাস হচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। গত ৬ জুন জাতীয় সংসদে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বড় কোনো পরিবর্তন ছাড়াই যা আজ পাস হতে যাচ্ছে। যদিও অর্থমন্ত্রী কয়েকবার বলেছেন বাজেটের কোনো জায়গায় আপত্তি থাকলে তা তাকে জানাতে। তবে যেসব বিষয়ে বিভিন্ন মহল আপত্তি জানিয়েছিল সেগুলোতে পরিবর্তন আনতে আগ্রহী নয় সরকার।

এবারের বাজেটে উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার বিষয়টি। তবে সংসদ ও সংসদের বাইরে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পরও এ প্রস্তাবে কোনো পরিবর্তন আনছেন না অর্থমন্ত্রী। এ ছাড়া বাজেট প্রস্তাবে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স বসানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। অর্থাৎ যেসব বিনিয়োগকারীরা ৫০ লাখ টাকা বা তার বেশি আয় করবে তাদের লাভের ওপর কর দিতে হবে। এমন প্রস্তাব নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের আপত্তি থাকলেও তা পরিবর্তন হচ্ছে না বলে জানা গেছে। অর্থাৎ চূড়ান্ত বাজেটেও ৫০ লাখ টাকা পুঁজিবাজার থেকে লাভের ওপর কর ধার্য হচ্ছে।

নতুন অর্থ বিলে আয়কর ও কাস্টমস সংক্রান্ত সামান্য কিছু পরিবর্তন আসবে বলে জানা গেছে। বিশেষ করে দেশী-বিদেশী উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কগুলোর কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একইসাথে অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্পের মূলধনি যন্ত্রপাতি আমদানি শুল্কও আগের মতো শূন্য শতাংশ রাখা হচ্ছে।

বাজেট প্রস্তাব উত্থাপনের দিনে সংসদ সদস্যদের গাড়ি আমদানির ওপর শুল্ক বসানোর প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী তবে শেষ পর্যন্ত এ প্রস্তাবটি বাস্তবায়ন নাও হতে পারে বলে শোনা যাচ্ছে। সব নাগরিককে করের আওতায় আনার অর্থমন্ত্রীর চেষ্টা থাকলেও সংসদ সদস্যদের চাপে শেষ পর্যন্ত প্রস্তাবটি কি হয় তা অবশ্য আজই জানা যাবে।


আরো সংবাদ



premium cement
সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ডুয়েটের ১৪ শিক্ষার্থীর সাজা সিলেট যেন মিছিলের নগরী এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : শামসুল ইসলাম সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজত আমিরের ব্রিটিশরা ভারতবর্ষের কতটা আর্থিক ক্ষতি করে গেছে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম খান বিচার বিভাগকে সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করতে হবে : সাকি

সকল