বঙ্গবন্ধু রেল সেতুর উপকরণের ৬ষ্ঠ চালান মোংলায় পৌঁছেছে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ মার্চ ২০২৩, ২২:৪৬

বঙ্গবন্ধু রেল সেতুর জন্য সামগ্রী বহনকারী একটি জাহাজ মোংলা বন্দরে এসেছে বলে জানিয়েচে কর্তৃপক্ষ।
পানামার পতাকাবাহী ‘এমভি এভার চ্যাম্পিয়ন’ সেতুর জন্য এক হাজার ৪১১ টন সামগ্রী নিয়ে রোববার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায়। এর আগে ৭ মার্চ বঙ্গবন্ধু রেল সেতুর জন্য মালামাল বহনকারী আরেকটি জাহাজ ভিয়েতনাম থেকে মোংলা বন্দরে আসে।
স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, সকালে জাহাজটি মোংলা বন্দরে নোঙর করে এবং মালামাল খালাসের কাজ চলছে। দুই দিনের মধ্যে বঙ্গবন্ধু সেতু রেলওয়ে কর্তৃপক্ষের কাছে উপকরণ পাঠানো হবে। এটি বঙ্গবন্ধু রেলসেতুর জন্য বন্দরে আসা ষষ্ঠ চালান।
৫ মার্চ সেতুর এক হাজার ৫৫৬ টন মেশিনারিজ নিয়ে ‘হিডং-৯’ নামের একটি জাহাজ মোংলা বন্দরে আসে।
২০২০ সালের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ও বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি চার দশমিক আট কিলোমিটার ডাবল-লাইন ডুয়েল-গেজ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দুই ধাপে মূল সেতু নির্মাণ করা হবে। সিভিল কাজের পূর্ব ও পশ্চিম অংশের জন্য যথাক্রমে জাপানের ওবায়াশি-টোএ-জেএফই এবং আইএইচআই-এসএমসিসি জেভি, জাপানের সাথে দুটি পৃথক চুক্তি সই হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা