১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে রুবি সিমেন্ট নিয়ে এলো ‘মাল্টি পারপাস সিমেন্ট’

চট্টগ্রামে রুবি সিমেন্ট নিয়ে এলো ‘মাল্টি পারপাস সিমেন্ট’। - ছবি : সংগৃহীত

জার্মান বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট সম্প্রতি চট্টগ্রামে তাদের রুবি সিমেন্টের নতুন ক্যাটাগরি ‘মাল্টি পারপাস সিমেন্ট’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এখন থেকে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট (ওপিসি) ও পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের (পিসিসি) পাশাপাশি তাদের এই মাল্টি পারপাস সিমেন্ট (এমপিসি) বাজারে পাওয়া যাবে।

চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে আয়োজিত রুবি মাল্টি পারপাস সিমেন্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইডেলবার্গ সিমেন্টের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সায়েফ নাসির, ডিভিশনাল সেলস হেড মীর শামসুদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানটির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চট্টগ্রাম অঞ্চলের ডিলার ও রিটেইলারগণ।

সায়েফ নাসির বলেন, ‘রুবি সিমেন্ট কোয়ালিটির জন্য সর্বদাই মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সুপরিচিত একটি নাম। দীর্ঘ ৫০ ধরে চট্টগ্রাম অঞ্চলের ব্যবহারকারীদের একটি আস্থার নাম হিসেবে রয়েছে রুবি সিমেন্ট। বিশ্বব্যাপী নেতৃস্থানীয় নির্মাণসামগ্রী প্রস্তুতকারক হিসেবে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশে সর্বপ্রথম পিসিসি সিমেন্টের প্রচলন শুরু করে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং মানুষের আস্থা অর্জনে সফল হয়। ওই ধারাবাহিকতায় এবার নতুন প্রজন্মের এই মাল্টি পারপাস সিমেন্টের প্রচলনের মাধ্যমে এই অবস্থান হবে আরো সুদৃঢ়। রুবি সিমেন্টের সাথে চট্টগ্রামের ঐতিহ্য ও ব্যবহারকারীদের বিশ্বাসের সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের। রুবি মাল্টি পারপাস সিমেন্টের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি স্থাপনার যেকোনো স্থানে ব্যবহারযোগ্য এবং সময়ের সাথে সাথে নির্মাণের শক্তি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে।’

মাল্টি পারপাস সিমেন্ট মূলত সর্বাধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের কাঁচামাল ব্যবহার করে প্রস্তুতকৃত একটি কার্যকরী সিমেন্ট। যা স্থাপনার ফাউন্ডেশন, ঢালাই, বিম, কলাম, প্লাস্টার ইত্যাদি সব কাজে ব্যবহার করা যায়। মাল্টি পারপাস সিমেন্টের স্ট্রেন্থ ৪২.৫ এমপিএ থেকে ৬২.৫ এমপিএ পর্যন্ত হওয়ায় এটি সার্বিকভাবে পিসিসি সিমেন্টের সমতুল্য এবং এটি কংক্রিটকে দীর্ঘমেয়াদে পিসিসি থেকে অধিক শক্তি প্রদানে সক্ষম।

(প্রেস বিজ্ঞপ্তি)


আরো সংবাদ



premium cement