২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মানুষের উন্নত জীবনযাপনের সুযোগ দিতে হবে : আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রী

মানুষের উন্নত জীবনযাপনের সুযোগ দিতে হবে : আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রী - ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুদ্ধের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, তাদের উন্নত জীবনযাপনের সুযোগ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই, এই যুদ্ধ বন্ধ করতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, মানুষের জীবনযাপনের সুযোগ থাকতে হবে।’

সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উন্নত সুযোগ-সুবিধা তৈরির লক্ষ্যে পায়রা বন্দরে ক্যাপিটাল ড্রেজিংসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধন করা অন্য প্রকল্পের মধ্যে রয়েছে আটটি জাহাজ, ছয় লেনের সংযোগ সড়ক ও একটি সেতু নির্মাণ।

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উন্নত দেশসহ গোটা বিশ্ব তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের সম্মুখীন।

তিনি বলেন, ‘এর প্রভাব আমরাও ভোগ করছি। কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার প্রভাবে হঠাৎ করেই সবকিছুর দাম বেড়ে যায়।’

শেখ হাসিনা পর্যবেক্ষণ থেকে বলেন, জনসাধারণ এর ক্ষতির শিকার হচ্ছে। তারা যন্ত্রণায় কাতর। আমি জানি না কে মুনাফা করছে... যারা অস্ত্র উৎপাদন ও ব্যবসা করছে তারাই হতে পারে। কিন্তু শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের সাধারণ মানুষ অনেক কষ্টে আছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন সচিব মো: মোস্তফা কামাল ও পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল।

অনুষ্ঠানে পায়রা বন্দরের উন্নয়নের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীর ঘটনায় ৩ মামলা তৃণমূল সংগঠনের মজবুতির জন্য কাজ করতে হবে : মাওলানা আব্দুল হালিম ‘দেশ ও জাতি দুঃসময় পার করছে’ ওসমানীনগরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২ সহ-অধিনায়ক হতে পারেন রিজওয়ান মেক্সিকোয় মেয়র প্রার্থী ছুরিকাঘাতে নিহত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহেও ক্লাস বন্ধ ঘোষণা দেশীয় খেলাকে সমান সুযোগ দিন : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের

সকল