২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ডলার কেনা-বেচায় যে নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

ডলার কেনা-বেচায় যে নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক - ছবি : সংগৃহীত

ডলার কেনা-বেচায় দামের ব্যবধান (স্প্রেড) সর্বোচ্চ কত হতে পারবে, তা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে দরে ডলার কেনা হবে, বিক্রির দাম তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি হতে পারবে।

রোববার বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন ব্যাংকার্স বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো: সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকগুলো যে দরে ডলার কিনবে, তার সাথে বিক্রয় মূল্যের একটি সিলিং করতে হবে। সব ব্যাংক এটি ফলো করবে বলে তারা জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংক বিষয়টি পর্যবেক্ষণ করবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, ডলার কেনা ও বেচার ওই ব্যবধান হবে সর্বোচ্চ ১ টাকা।


আরো সংবাদ



premium cement