২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াল সাইফ পাওয়ারটেক

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াল সাইফ পাওয়ারটেক - ছবি : সংগৃহীত

সিলেটে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে আবারো মানবতার হাত বাড়িয়ে দিল শেয়ারবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক।

কোম্পানিটির পক্ষ থেকে এক হাজার পরিবারের হাতে শুকনা খাবার, ওর-স্যালাইন, মোমবাতি, শিশু খাদ্য (পাউডার দুধ) ও অন্যান্য দ্রব্য-সামগ্রী হস্তান্তর করা হয়।

কোম্পানিটির নির্বাহী পরিচালক (প্রশাসন) মেজর ফারুখ আহমেদ খান (অবঃ) এসব সামগ্রী তুলে দেন সিলেটে বন্যায় উদ্ধার ও পুর্নবাসনকারী সেনা প্রশাসনের কাছে।

উদ্ধার কাজে নিয়োজিত সেনা প্রশাসন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সাইফ পাওয়ারটেকের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, কিছুদিন আগে সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিদগ্ধ আহতদের পাশে দাঁড়িয়েছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। দুর্যোগে সব সময় সাইফ পাওয়ারটেক মানবতার হাত বাড়িয়ে দেয়।


আরো সংবাদ



premium cement