২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভারত থেকে আসা পণ্যে ৬ মাসে বেনাপোল রেল স্টেশনের আয় ১২ কোটি

ভারত থেকে আসা পণ্যে ৬ মাসে বেনাপোল রেল স্টেশনের আয় ১২ কোটি - ফাইল ছবি

ভারত থেকে রেলে আসা পণ্য পরিবহনে ৬ মাসে বেনাপোল রেল স্টেশনের আয় হয়েছে ১২ কোটি টাকা। এ সময় পণ্য পরিবহন হয়েছে ১ লাখ ৫০ হাজার টন। পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, গম, চিনি, পিক-আপ ভ্যান ও কন্টিনারসহ বিভিন্ন পণ্য সামগ্রী।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, গত জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৬ মাসে ভারত থেকে রেলে আসা বিভিন্ন পণ্য পরিবহন করে বেনাপোল রেল স্টেশনের আয় হয়েছে ১২ কোটি টাকা। পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, গম, চিনি, পিক-আপ ভ্যান ও কন্টিনারসহ বিভিন্ন পণ্য সামগ্রী।

তিনি আরো জানান, এ সময় পণ্য আমদানি হয়েছে ১ লাখ ৫০ হাজার টন। উভয় দেশের বন্দর ও কাস্টমস হাউসের চাদাঁবাজি ও যানজটের জন্য বিশেষ সুবিধা পাওয়ায় দুই দেশের রেলে পণ্য আনা-নেয়া বেড়েছে।


আরো সংবাদ



premium cement