১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর - ফাইল ছবি

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে আবারো দায়িত্ব পেয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার আগরওয়ালা। টানা তৃতীয়বার তিনি এই পদ পেলেন। নতুন কমিটি ২০২১-২৩ মেয়াদে জুয়েলার্স সমিতির দায়িত্ব পালন করবে।

গতকাল সোমবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে বাজুস কার্যালয়ে সংগঠনটির ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ২০২১- ২০২৩ মেয়াদে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

সায়েম সোবহানের নেতৃত্বাধীন ৩৫ সদস্যের নতুন কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য হোসেন এ সিকদার ও ইকবাল হোসেন চৌধুরীর উপস্থিতিতে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সাত সহসভাপতি হলেন দি আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী গুলজার আহমেদ, জেনারেল জুয়েলার্সের আনোয়ার হোসেন, অলংকার নিকেতনের এম এ হান্নান আজাদ, জরোয়া হাউসের বাদল চন্দ্র রায়, সিরাজ জুয়েলার্সের দেওয়ান আমিনুল ইসলাম, এল রহমান জুয়েলার্সের আনিসুর রহমান ও আমিন জুয়েলার্সের কাজী নাজনীন ইসলাম।

নির্বাচিত নয়জন সহসম্পাদক হলেন মাসুদুর রহমান, সমিত ঘোষ, বিধান মালাকার, জয়নাল আবেদীন, লিটন হাওলাদার, নারায়ণ চন্দ্র দে, মো. তাজুল ইসলাম, এনামুল হক ভূঞা ও মুক্তা ঘোষ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন উত্তম বণিক।

নতুন কমিটির সদস্যরা হলেন দিলীপ কুমার রায়, এনামুল হক খান, মোহাম্মদ বাবুল মিয়া, ইমরান চৌধুরী, পবিত্র চন্দ্র ঘোষ, রিপনুল হাসান, মজিবর রহমান খান, বাবলু দত্ত, শহিদুল ইসলাম, জয়দেব সাহা, ইকবাল উদ্দিন, কার্তিক কর্মকার, উত্তম ঘোষ, ফেরদৌস আলম, কাজী নাজনীন হোসেন ও আসলাম খান।

বাজুসের বিদায়ী সভাপতি এনামুল হক খান দোলন বলেন, আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। আমরা জুয়েলারি সমিতির নতুন কমিটি পেয়েছি, যার নেতৃত্বে আছেন দেশের শীর্ষ শিল্পদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। এই নতুন কমিটি আমাদের জুয়েলারি খাতকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।


আরো সংবাদ



premium cement