১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বড় দরপতনে দেশের শেয়ারবাজার

দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। - ছবি : সংগৃহীত

দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। এই দরপতনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রয়েছে ব্যাংক, বিমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর। এই তিন খাতের কোম্পানিগুলোর শেয়ারের দামে ধস নেমেছে।

আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৫ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯৫ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ২ হাজার ৩০ কোটি টাকার, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা কম। গতকাল লেনদেন হয় ২ হাজার ১৭ কোটি টাকার।

ডিএসই’র তালিকাভুক্ত ৫০টি বিমার মধ্যে দাম বাড়ার তালিকায় মাত্র ২টি। বিপরীতে দাম কমেছে ৪৭টির। বাকি একটির শেয়ার লেনদেন হয়নি।

অপরদিকে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে দাম বেড়েছে মাত্র ১টির। বিপরীতে দাম কমেছে ২৩টির। আর ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এ ছাড়া বস্ত্র খাতের তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির মধ্যে ৪২টির শেয়ারের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ১১টির। আর ৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

অবশ্য তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৫টির দামই বেড়েছে। বিপরীতে একটির দাম কমেছে। আর একটির লেনদেন হয়নি।

এদিকে সব খাত মিলে ডিএসইতে ১৩৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। দাম বেড়েছে ২১৭টির। আর ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, ম্যাকসন স্পিনিং, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিল লিমিটেড, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, এসএস স্টিল, সি পার্ল, ওরিয়ন ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ও কেয়া কসমেটিকস।

মূল্যবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো মুন্নু সিরামিকস, মালেক স্পিনিং, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সমতা লেদার, সি পার্ল, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড ও ফুয়াং ফুড।


আরো সংবাদ



premium cement
সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’

সকল