২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

এপ্রিল-জুনে বিদেশী বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৩৭.৫১ শতাংশ

এপ্রিল-জুনে বিদেশী বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৩৭.৫১ শতাংশ - ছবি : সংগৃহীত

এ বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে সম্পূর্ণ বিদেশী বিনিয়োগ ও যৌথ বিনিয়োগের প্রস্তাব ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৫৩৭.৫১ শতাংশ বেশি এসেছে। এই বৃদ্ধির পরিমান ৪১ হাজার ৫০২.৯৫৪ মিলিয়ন টাকা।

বিডার সর্বশেষ পরিসংখ্যান ও তথ্য অনুযায়ী, বছরের এই তিন মাসে মোট প্রায় ৫৬ হাজার ৮৩৫.৮১১ মিলিয়ন টাকা বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে।

চলতি বছরের এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে বিডার কাছে আসা এই ৪৬টি বিনিয়োগ প্রস্তাবের মধ্যে স্থানীয় বিনিয়োগকারীরা ৩৮টি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। তারা ১৫ হাজার ৩৩২.৮৫৭ মিলিয়ন টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

সম্পূর্ণ বিদেশী বিনিয়োগের প্রস্তাব এসেছে ৫টি আর যৌথ বিনিয়োগের প্রস্তাব এসেছে ৩টি। এই বিনিয়োগের পরিমাণ ৪১ হাজার ৫০২.৯৫৪ মিলিয়ন টাকা।

বিডা আরো জানিয়েছে, শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সবচেয়ে বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে, যা মোট প্রস্তাবের ৭৭.২৩ শতাংশ। কৃষি শিল্পের জন্য ৬.৮৯ শতাংশ প্রস্তাব এসেছে।

দেশী ও বিদেশী এই বিনিয়োগ প্রস্তাবের ফলে দেশে ৫ হাজার ৭২১টি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল