২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রোববার থেকে ব্যাংকের নতুন সময়সূচি

রোববার থেকে ব্যাংকের নতুন সময়সূচি - সংগৃহীত

ব্যাংকের সময়সূচি আবারো পরিবর্তন করল বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক লেনদেনের সময় আধাঘন্টা এগিয়ে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা নির্ধারণ করা হয়েছে। আগে যা ছিল দুপুর ১টা পর্যন্ত। নতুন এ সময়সূচি আগামী ১২ এপ্রিল থেকে কার্যকর হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে আজ এক সার্কুলার লেটার জারি করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের উপমহাব্যবস্থাপক আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত সার্কুলার লেটারটি আজ বৃহস্পতিবারই সকল ব্যাংকের প্রধাননির্বাহীকে অবহিত করা হয়েছে।

জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৯ মার্চ থেকে সীমিত আকারে ব্যাংকিং লেনদেন শুরু হয়েছে। প্রথমে দুই ঘন্টা, পরে তিন ঘন্টা আবার আজ তা আড়াই ঘন্টায় নামিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা সার্কুলার লেটারে বলা হয়েছে, আগে জারি করা সার্কুলার লেটারের আংশিক সংশোধন আনা হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে থেকে দৈনিক ব্যাংকিং লেনদেন এবং লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সমূহ খোলা রাখার সময় সূচিতে পরিবর্তন করা হলো। চলতি মাসের ১২ তারিখ থেকে ব্যাংকের নগদ লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যা আগে ছিল ১টা। আর আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে, যা আগে ছিল তিনটা।

একইসাথে বৈদেশিক লেনদেন হয় এমন শাখাগুলো প্রয়োজনে দুপুর দেড়টা পর্যন্ত খোলা রাখা যাবে, যা আগে ছিল ২টা। পাশাপাশি স্থানীয় প্রশাসন থেকে যেসব এলাকায় লকডাউন করা হবে, ওইসব এলাকায় ব্যাংক শাখাসমূহ বন্ধ রাখতে হবে।

 


আরো সংবাদ



premium cement
বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে

সকল