১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

পুঁজিবাজার বন্ধ আরো এক সপ্তাহ

- ফাইল ছবি

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সরকারী সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন কার্যক্রম স্থগিতের মেয়াদ আরো এক সপ্তাহ বৃদ্ধি করেছে। লেনদেনসহ সকল কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

ডিএসই’র প্রকাশনা ও জনসংযােগ বিভাগ উপ-মহাব্যবস্থাপক মাে. শফকিুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ডিএসই বলছে, দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবলোয় সরকার সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পযন্ত বাড়িয়েছে ৷ ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি এর সঙ্গে যুক্ত হয়ে ১১ এপ্রিল র্পযন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের সাথে সংগতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড আগামী ৫ এপ্রিল রোববার থেকে শনিবার ১১ এপ্রিল ২০২০ (সাপ্তাহিক ছুটিসহ) র্পযন্ত ডিএসইর সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।


আরো সংবাদ



premium cement