১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ২১ জনের মৃত্যু


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত এক দিনে ২১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৫২ জন রোগী।

শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১৭ জনের, ঢাকার বাইরে ৪ জনের।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭০ জন।

এ বছর এনিয়ে ডেঙ্গুতে সর্বমোট মৃত্যু হয়েছে ৬১৮ জনের। এরমধ্যে ঢাকা সিটিতে মৃত্যু হয়েছে ৪৫৬ জনের এবং ঢাকার বাইরে মৃত্যু হয়েছে ১৬২ জনের।

এর আগে, গত ১৯ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছিল।


আরো সংবাদ



premium cement

সকল