১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ৬০

- ফাইল ছবি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার ৪০ জন এবং ঢাকার বাইরের ২০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ২ হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৭৭ জন এবং ঢাকার বাইরে ৩২৯ জন ভর্তি হয়েছেন।

এছাড়া ডেঙ্গু থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার ১ হাজার ৬৬২ জন এবং ঢাকার বাইরের ২৬১ জন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement