২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ঢাকার সবচেয়ে বায়ুদূষিত এলাকা শাহবাগ, শব্দ দুষণে গুলশান ২

ঢাকার সবচেয়ে বায়ুদূষিত এলাকা শাহবাগ, শব্দ দুষণে গুলশান ২ - ছবি : নয়া দিগন্ত

রাজধানী ঢাকার ১০টি এলাকার মধ্যে শাহবাগ সবচেয়ে বায়ুদূষিত এলাকা। আর সবচেয়ে কম বায়ুদূষিত এলাকা হচ্ছে সংসদ ভবন এলাকা।

অন্যদিকে, ১০টি এলাকার মধ্যে সবচেয়ে বেশি শব্দ দূষণ গুলশান-২ এলাকা। আর সবচেয়ে কম শব্দ দূষণ এলাকা রাজধানীর তেজগাও এলাকা।

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুদূষণ অধ্যয়ন কেন্দ্র ও ওয়াটারকিপার্স যৌথভাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

গবেষণা দলের প্রধান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, যেসব এলাকায় নির্মাণকাজ বেশি সেসব এলাকায় দূষণ সবচেয়ে বেশি। বায়ুদূষণ এবং শব্দ দূষণ নিয়ে গবেষণা করতে গিয়ে এই চিত্র উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল।


আরো সংবাদ



premium cement