২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

‘করোনায় আক্রান্তের হার ১ সপ্তাহে বেড়েছে ১১৫ ভাগ’

- ছবি : সংগৃহীত

দেশে করোনায় আক্রান্তের হার গত এক সপ্তাহে বেড়েছে ১১৫ ভাগ। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা: নাজমুল ইসলাম রোববার বেলা ২টায় নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

অধ্যাপক নাজমুল ইসলাম জানান, গতকাল শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে সারাদেশে ছয় হাজার ৩০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে তিন হাজার ৩৭৬ জন বেশি। অর্থাৎ এক সপ্তাহে সংক্রমণ প্রায় ১১৫ ভাগ বেড়েছে।

গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এক হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৭৯ ভাগ।

চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, গত সপ্তাহে করোনায় ২৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এটি এর আগের সপ্তাহের তুলনায় ১৫ ভাগ বেশি। দেশে গত কয়েক দিনে শনাক্তের সংখ্যা, হার উভয়ই বেড়ছে। ডিসেম্বর মাসের শেষ দিকেও শনাক্তের হার দুই ভাগের নিচে ছিল। গতকাল এটি প্রায় ছয় শতাংশের কাছাকাছি পৌঁছেছে।

নাজমুল ইসলাম আরো বলেন, গত ৩০ দিনের চিত্রের দিকে তাকালে একটি ঊর্ধ্বমুখী চিত্র চোখে পড়ে। সারাবিশ্বে করোনা পরিস্থিতি দিন দিন নাজুক হয়ে যাচ্ছে। ইউরোপে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও বাড়ছে ব্যাপকভাবে।

বাংলাদেশে ওমিক্রন আক্রান্ত ব্যক্তিদের অবস্থা সম্পর্কে নাজমুল ইসলাম বলেন, রোগীদের ব্যক্তিগত তথ্য না জানিয়ে বলতে চাই, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের অনেকেই একেবারেই সুস্থ আছেন। যথাসময়ে চিকিৎসকের কাছে আসতে হবে। তাহলে যেকোনো রোগ দ্রুত সারানো সম্ভব হবে। দেশের ১১৮টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা রয়েছে। ঢাকায় সামগ্রিকভাবে কোভিড হাসপাতালে শয্যাসংখ্যা চার হাজার ৬১৬। এর মধ্যে খালি আছে চার হাজার ১৭৯টি।

এ সময় অধ্যাপক নাজমুল বলেন, মাস্ক আমার, সুরক্ষা সবার এ কথাটি স্মরণে রাখতে হবে। তিনি করোনার বাড়তে থাকা সংক্রমণ হার কমাতে মানুষের সচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।


আরো সংবাদ



premium cement