২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১০৬ জন হাসপাতালে ভর্তি

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১০৬ জন হাসপাতালে ভর্তি
-

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৮২ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ২৪ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৬২৬ জন।
চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৪ হাজার ৯০২ জন ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৪ হাজার ১৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৫১৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১১৩ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৬ জন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement