২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ডেঙ্গুর প্রকোপ : আক্রান্ত আরো ১৫১

-

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরো ১৫১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ১০৩ জন রোগী ঢাকায় এবং বাকি ৪৮ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

দেশে বর্তমানে ৬৬২ জন রোগী বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫২৩ জন রোগী। আর দেশের অন্য সব বিভাগে মোট রোগী ভর্তি আছে ১৩৯ জন।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার ৭৯৬ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৪ হাজার ৩৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement