২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনায় মৃত্যু ‍ও শনাক্ত কমেছে

- ছবি : নয়া দিগন্ত

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭৯১ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনে পৌঁছেছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩৯৩ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ৮০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪৮১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমকি ৬৩ শতাংশ।

বিশ্ব পরিস্থিতি

বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা এখনো উল্লেখযোগ্য মাত্রায় রয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ১৫ লাখ ২৯ হাজার ৩৬ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৯ লাখ ১২ হাজার ৮১০ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৫১ লাখ ৩০ হাজার ৯৮৭ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ২৮ হাজার ১৯২ জন।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ তিন হাজার ৮৫৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৬৫ হাজার ৯১২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট তিন কোটি ৪০ লাখ ৯৪ হাজার ৩৭৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫২ হাজার ৪৫৪ জনে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement