১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

যানবাহনও চলবে ১১ আগস্ট থেকে

যানবাহনও চলবে ১১ আগস্ট থেকে - ছবি : সংগৃহীত

দেশে চলমান 'লকডাউন' বা বিধিনিষেধের সময় আরো পাঁচ দিন, অর্থাৎ ১০ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকের পর মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

তিনি জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

চলমান লকডাউনের মেয়াদ ছিল ৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত। এখন সেই লকডাউনের সময় ১০ অগাস্ট পর্যন্ত বাড়ানো হল।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মি: হক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ১১ অগাস্ট দোকানপাট ব্যবসাপ্রতিষ্ঠান খুলবে। ওই সময় থেকে শর্তসাপেক্ষে যানবাহন চলাচলও করবে।

তিনি বলেছেন, ১১ অগাস্টের পর বিধিনিষেধ শিথিল থাকবে। তবে ১৮ বছরের বেশি বয়সীরা টিকা নেয়া ছাড়া রাস্তায় বের হতে পারবে না।

তিনি উল্লেখ করেছেন, কেউ টিকা না নিয়ে বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement