২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দেশে করোনায় আরো ১৯ জনের মৃত্যু

নতুন শনাক্ত ১,৬০৪ জন
-

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৬০৪ জন কোভিড-১৯ রোগী।

এনিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট ৫ হাজার ৯০৫ জনের মৃত্যু হলো এবং মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ২৪ হাজার ৭৩০ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে দেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১১.৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২২ জন। আর এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন।

সরকারি তথ্য অনুযায়ী, প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৯.৪১ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৯ জন নারী।


আরো সংবাদ



premium cement