২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

টি সেল কমে যাওয়ায় বয়স্করাই বেশি করোনার শিকার

টি সেল কমে যাওয়ায় বয়স্করাই বেশি করোনার শিকার - ছবি : সংগৃহীত

প্রতিদিনই করোনাভাইরাস কেড়ে নিচ্ছে কয়েক হাজার মানুষের প্রাণ। সবচেয়ে বিপাকে বয়স্ক মানুষজন। বস্তুত, করোনায় মৃতদের বেশির ভাগই বয়স্ক। এতদিন পর্যন্ত মনে করা হতো, রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার জন্যই বয়স্কদের উপর বেশি প্রভাব ফেলছে করোনা। আমেরিকার লা জোলা ইনস্টিটিউট ফর ইমিউনোজলির গবেষকরা বয়স্কদের মৃত্যুর কারণ আরও নির্দিষ্ট করে জানালেন।

তাদের মতে, টি সেল কমে যাওয়ার কারণেই শরীরে করোনাভাইরাসের থাবা জোরদার হয়। তাই গবেষক দলের প্রধান শেন ক্রটির পরামর্শ, বয়স্কদের ক্ষেত্রে শরীরের বাকি টি সেলগুলোকে আবার সক্রিয় করতে পারলেই কেল্লা ফতে।

এদিকে, আগামী বছরও যাতে করোনার প্রাণঘাতী রূপ না থাকে, তার জন্য সব দেশকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানালেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেইরেস। মার্কিন নির্বাচনে অন্যতম বড় ইস্যু হয়ে উঠল করোনার টিকা। মঙ্গলবার টিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের প্রেক্ষাপটে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন বলেন, ‘আমি টিকায় আস্থা রাখি। বিজ্ঞানে আস্থা রাখি। তবে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করি না।’

সূত্র : বর্তমান


আরো সংবাদ



premium cement

সকল