২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বে প্রতি ১৫ সেকেন্ডে করোনায় মারা যাচ্ছে একজন

বিশ্বে প্রতি ১৫ সেকেন্ডে করোনায় মারা যাচ্ছে একজন - প্রতীকী ছবি

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে এ পর্যন্ত সাত লাখ চার হাজার ৪৩৮ জন মানুষ মারা গেছে। সে হিসাবে গড়ে প্রতি ১৫ সেকেন্ডে একজনের মৃত্যু হয়েছে। এ খবর দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের ডিসেম্বর মাসে চীনে প্রথম করোনাভাইরাস দেখা দেয় এবং এরপর থেকে এ পর্যন্ত সারা বিশ্বে এক কোটি ৮৭ লাখ আট হাজার ৬৮৫ জন আক্রান্ত হয়েছে।

গত দুই সপ্তাহের তথ্যের আলোকে রয়টার্স বলছে, বিশ্বে প্রতি ২৪ ঘণ্টায় ৫,৯০০ মানুষ মারা যাচ্ছে। সে হিসাবে বিশ্বে প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে ২৪৭ জন মানুষ। এই হিসাবে প্রতি ১৫ সেকেন্ডে মারা যাচ্ছে একজন মানুষ।

আমেরিকা, ব্রাজিল, ভারত ও মেক্সিকো এখন মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে। এই মুহূর্তে আমেরিকা ও লাতিন আমেরিকার দেশগুলো হচ্ছে করেনোভাইরাসের মূল কেন্দ্র। যদিও বিশ্বের কোনো কোনো অংশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমেছে তবে নতুন করে করোনায় আক্রান্তের রেকর্ডও হয়েছে। এ অবস্থায় মনে হচ্ছে- করোনা-বিরোধী লড়াই শেষ হতে অনেক দেরি হঃবে।

বর্তমানে লাতিন আমেরিকার দেশগুলোতে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। এ অঞ্চলে মারা গেছে দুই লাখ ছয় হাজার মানুষ যা মোট মৃত্যুর শতকরা ৩০ ভাগ। আমেরিকার পর ব্রাজিল হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে মারা গেছে ৯৫ হাজার ৮১৯ জন। ওই এলাকায় মেক্সিকো দ্বিতীয় অবস্থানে রয়েছে; যেখানে মারা গেছে ৪৮ হাজার ৮৬৯ জন মানুষ।

সূত্র : পার্স টুডে


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার

সকল