২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশে করোনায় আরো ৩০ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১,৩৫৬
অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। - ছবি : সংগৃহীত

বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ৩৫৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪২ হাজার ১০২ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ১৮৪ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৩৮টি আর পরীক্ষা করা হয়েছে পূর্বের মিলে ৪ হাজার ২৪৯টি। শনাক্তের হার ৩১.৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন। সুস্থতার হার ৫৬.৯৬ শতাংশ। মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী পাঁচজন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৫০৪ জন ও নারী ৬৮০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে চারজন, সিলেট বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগের একজন এবং রংপুর বিভাগে একজন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১-৫০ তিনজন, ৫১-৬০ চারজন, ৬১-৭০ ১৪ জন, ৭১-৮০ পাঁচজন, ৮১-৯০ একজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

হাসপাতালে মারা গেছেন ২৭ জন এবং বাড়িতে তিনজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৪৬৮ জনকে এবং আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৩৬৩ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement