২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

করোনাভাইরাস : এশিয়া মহাদেশে মৃত্যুর হার তুলনামূলক কম

করোনাভাইরাস : এশিয়া মহাদেশে মৃত্যুর হার তুলনামূলক কম -

করোনা মহামারিতে নাকাল সারাবিশ্ব। ২১৩টি দেশের মধ্যে শুধু এশিয়া মহাদেশেই প্রায় ৪৯টি দেশ বর্তমানে এই ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। শুধুমাত্র এশিয়ায় বুধবার পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ৯৩৬ হলেও মোট মৃত্যুর সংখ্যা মাত্র ৩২ হাজার ২০৩ জন। কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে মারা গেছে এক লাখ ৮১ হাজার ৯৬ জন আর সারাবিশ্বে মোট তিন লাখ ৮৩ হাজার ৬৪৬ জন। সে তুলনায় এশিয়ার মোট ৪৯টি দেশ মিলে মৃত্যুর এই সংখ্যা নিতান্তই নগণ্য।

বিশেষজ্ঞদের মতে সারাবিশ্বে মৃত্যুর মাত্র এক শতাংশ ঘটেছে এশিয়া মহাদেশে। আক্রান্তের সংখ্যাও পাশ্চাত্য দেশগুলোর তুলনায় কম। অবশ্য এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, কম করোনা টেস্টের ফলে এশিয়ার দেশগুলোতে আক্রান্তের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। তবে কম মৃত্যুর পেছনে কারণ হতে পারে, এশিয়ার জলবায়ু, খাদ্যাভ্যাস ও রোগ প্রতিরোধ ক্ষমতা। যেখানে সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম আর্দ্রতায় করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পরে। সাধারণত শীতকালে আর্দ্রতা কম হয়ে থাকে।

এদিকে বিশ্ব জরিপ ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, শুধু এশিয়া মহাদেশে আক্রান্তের সংখ্যায় পর্যায়ক্রমে প্রথম দশে রয়েছে ভারত (দুই লাখ ১৪ হাজার ৪৫৯), তুরস্ক (এক লাখ ৬৫ হাজার ৫৫৫), ইরান (এক লাখ ৬০ হাজার ৬৯৬), সৌদি আরব (৯১ হাজার ১৮২), চীন (৮৩ হাজার ২১), পাকিস্তান (৮০ হাজার ৪৬৩), কাতার (৬২ হাজার ১৬০), বাংলাদেশ (৫৫ হাজার ১৪০), সিঙ্গাপুর (৩৬ হাজার ৪০৫), সংযুক্ত আরব আমিরাত (৩৫ হাজার ৭৮৮)। তবে মৃত্যুর সংখ্যায় এশিয়ায় শীর্ষ দেশ হলো ইরান। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা আট হাজার ১২। ইরানের মৃত্যুর হারও অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশি। ২য় অবস্থানে রয়েছে ভারত, সেখানে মোট মৃত্যুর সংখ্যা ৬ হাজার ২২।

মৃত্যুর সংখ্যায় সমগ্র এশিয়ায় বাংলাদেশের অবস্থান নবম হলেও এ দেশে প্রতি ১০ লাখে করোনায় মারা যাচ্ছে পাঁচ জন। আর এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭৪৬ জন।

তবে, এশিয়া মহাদেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা প্রায় সাত লাখ ৪৬ হাজার ১৮৪।

সূত্র : ওয়ার্ল্ডোমিটারস


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল