১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
করোনাভাইরাস

নতুন রেকর্ডে ৫০ হাজার ছাড়ালো করোনা রোগী, বিশ্বে ২১তম

- ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১১ জন, ফলে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৫ জনে। এ সময়ে মারা গেছেন ৩৭ জন, এ যাবৎকালের দিনের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ।

বিশ্বের করোনা আক্রান্তের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান এখন ২১তম। বাংলাদেশের উপরে ২০ তম স্থানে রয়েছে কাতার।

বাংলাদেশের প্রতিবেশী ভারত আক্রান্তের দিক থেকে সপ্তম স্থানে রয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান ৭৬ হাজারে বেশি করোনা আক্রান্ত নিয়ে ১৮তম স্থানে রয়েছে।

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৫৫২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৭১ হাজার ৬৬১ জনে দাঁড়িয়েছে।

ক্ষতিগ্রস্ত দেশগুলো মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি এক লাখ ৬ হাজার ৯২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৯ হাজার ৪০৫ জনে। দেশটির নিউইয়র্ক রাজ্যে এখনও পর্যন্ত ২৯ হাজার ৯৮৮ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৫ লাখ ২৯ হাজার ৪০৫ জন আক্রান্ত হয়েছে। এছাড়া মহামারি এই ভাইরাসে দেশটিতে প্রাণহানি ঘটেছে ৩০ হাজার ৪৬ জনের। ওয়ার্ল্ডোমিটার


আরো সংবাদ



premium cement

সকল