২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দুই মাস পর গণপরিবহন চালু

ঢাকায় বাস চলাচল শুরু - ছবি : সংগৃহীত

দুই মাস বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে চালু হয়েছে গণপরিবহন। তবে সে সংখ্যা তুলনামূলক কম। বেসরকারি মালিকানার বাসের চেয়ে সরকারি বিআরটিসি’র সংখ্যাই বেশি লক্ষ করা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনে যাত্রী ওঠাচ্ছেন নামাচ্ছেন বাস শ্রমিকরা। যাত্রীরা নিজেদের নিরাপত্তার জন্য মুখে মাস্ক ও হাতে গ্লাভস এমনকি ব্যক্তিগত সুরক্ষার সামগ্রী (পিপিই) পরিধান করছেন। অন্ততপক্ষে সবার মুখে মাস্ক রয়েছে।

এদিকে, আজ থেকেই খুলে দেয়া হয়েছে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। তাই জীবন ও জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হলেও সবার মধ্যেই করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। গণপরিবহনে উঠতে অন্যান্য সময় গায়ে গা ঘেঁষে দাঁড়ালেও আজ সকলকেই একে অপর থেকে নির্দিষ্ট দূরত্বে দাঁড়াতে দেখা যায়।

গত ২৫ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।


আরো সংবাদ



premium cement