২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শুক্রবার করোনায় সর্বোচ্চ ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪

-

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪ জন। সারাদেশে এক হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যূ দাঁড়াল ২৭ জনে।

শুক্রবার দুপুরে অনলাইনে কোভিড-১৯ বিষয়ক বুলেটিনে এ তথ্যটি জানান তিনি। এটা নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ৪২৪ জন। যে ছয়জনের মৃত্যু হয়েছে এদের তিনজন রাজধানী ঢাকার বাসিন্দা, দুইজন নারায়নগঞ্জের এবং একজন পটুয়াখালী জেলার। মৃত ছয় জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন মহিলা এবং মৃত ব্যক্তিদের একজন ৯০ বছর, একজন ৭০ থেকে ৮০ বছর বয়সের। দুইজন ৩০ থেকে ৪০ বছর বয়সের। নতুন আক্রান্তদের ৬৯ জন পুরুষ এবং ২৫ জন মহিলা। বুলেটিনে বিস্তারিত বর্ণনা দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রাজধানীতে। এখানে আক্রান্ত হয়েছে ৩৭ জন। এছাড়া ঢাকার বাইরে ১৬ জন এবং অন্যান্য জেলায় অবশিষ্টরা। ঢাকার মধ্যে যাত্রবাড়িতে আক্রান্ত রয়েছে পাঁচজন।

অধ্যাপক সানিয়া তাহমিনা শুক্রবার সামাজিক দুরত্বের নতুন সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, প্রকৃতপক্ষে এটা হবে একজন থেকে আরেকজনের মধ্যে শারীরিক দুরত্ব। এই দুরত্বটা কমপক্ষে তিনফুট দুরত্ব হতে হবে। তাহমিনা কোভিড-১৯ ভাইরাস সম্পর্কে বলেন, এ ভাইরাসটি সম্পূর্ণ নতুন। প্রতিদিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন নতুন তথ্য দিচ্ছে তাদের গবেষণা থেকে। আমরা দেশবাসীকে সে তথ্যগুলোই দিচ্ছি। ফলে কিছু তথ্য পরিবর্তন হচ্ছে। সেজন্য তিনি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন যেন তথ্য পরিবর্তন হয়ে গেলে এটা তাদের অজ্ঞতা বলে যেন ধরে নেয়া না হয়।

তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক হিসেবে এন-৯৫ প্রয়োজন। আমরা প্রতিদনিই কিছু কিছু সংগ্রহ করছি এবং বিতরণ করছি। এখন স্বাস্থ্য অধিদফতরের কাছে চার লাখ ৪৮ হাজার ৭২টি পিপিই মজুদ আছে। প্রতিদিনই আরো সংগ্রহ করা হচ্ছে।

সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচের বয়সী ৪ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ছয়জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৪ জন রয়েছে।

অধ্যাপক সানিয়া তাহমিনা বলেন, বাংলাদেশে মোট ১১২টি আইসিইউ রয়েছে। এছাড়া দেশব্যাপি ৫৫০টি ভেন্টিলেটর রয়েছে।


আরো সংবাদ



premium cement
‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ

সকল