২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আইসোলেশনের জন্য ২০০ লঞ্চ দিতে প্রস্তুত মালিকরা

- ছবি : সংগৃহীত

লকডাউনের কারণে ঢাকার বুড়িগঙ্গা নদীতে অলস পড়ে থাকা ২০০ লঞ্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখার জন্য ব্যবহার করতে নৌ মন্ত্রাণালয়কে প্রস্তাব দিয়েছেন লঞ্চ মালিকরা।

সোমবার লঞ্চ মালিক সমিতির কর্মকর্তা ও এম ভি পারাবত লঞ্চ কোম্পানির মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

লঞ্চগুলোতে প্রায় ৮০ হাজার মানুষকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া সম্ভব জানিয়ে তিনি বলেন, সরকার চাইলে যেকোন সময় যেকোন স্থানে ২০০ লঞ্চ দিতে প্রস্তুত রয়েছেন লঞ্চ মালিকরা।

লঞ্চ মালিক সমিতির এ প্রস্তাব নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রোববার স্বাস্থ্য মন্ত্রাণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে পাঠিয়েছেন। ইউএনবি।


আরো সংবাদ



premium cement