১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক করোনায় আক্রান্ত

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক করোনায় আক্রান্ত - সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিউিটউটের (আইইডিসিআর) তত্ত্বাবধানে আছেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেনে, ‘আক্রান্ত চিকিৎসক গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে কর্মরত আছেন। আইইডিসিআর-এ তার পরীক্ষা করানো হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে।’

করোনায় আক্রান্ত এ চিকিৎসক যাদের সংস্পর্শে গিয়েছিলেন তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গ্যাস্ট্রোএন্টেরোলজির চেয়ারম্যানকে বলেছি, তিনি (আক্রান্ত চিকিৎসক) যাদের সংর্স্পর্শে এসেছিলেন তাদের জন্য যেন হোম আইসোলেশনের ব্যবস্থা করা হয়।’

জানা গেছে, বিএসএমএমইউর ওই চিকিৎসক রাজধানীর শাহবাগে হাবিবুল্লাহ রোডে বসবাস করেন। তিনি রাজধানীর গ্রিনরোডে গ্রিনলাইফ হাসপাতালে প্রাইভেট প্রাকটিস করতেন।


আরো সংবাদ



premium cement