২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিভিন্ন দেশে করোনায় ৩৬ বাংলাদেশীর মৃত্যু

- ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে গতকাল সোমবার পর্যন্ত ৩৬ বাংলাদেশী মারা গেছেন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন আরো অনেকে। সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে করোনাভাইরাস সম্পর্কিত প্রকাশিত রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশী মারা গেছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আট বাংলাদেশী। সব মিলিয়ে দেশটিতে মোট ২৩ বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

গত রোববার যুক্তরাজ্যের লন্ডন হাসপাতালে ৫০ বছর বয়সী এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের বাসিন্দা ছিলেন। এ নিয়ে সে দেশে মারা গেছে অন্তত সাত বাংলাদেশী। করোনায় সবচেয়ে বিপর্যস্ত ইতালিতে মারা গেছেন দুই বাংলাদেশী। আরেক বিপর্যস্ত স্পেনের মাদ্রিদে মৃত্যু হয়েছে এক বাংলাদেশীর।

কাতারে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয়েছে মৌলভীবাজারের বাসিন্দা বাংলাদেশী নাগরিকের। এ ছাড়া আফ্রিকার দেশ লিবিয়া ও গাম্বিয়ায় বাংলাদেশী মারা গেছেন একজন করে। অন্যদিকে করোনাভাইরাসে দেশে মারা গেছেন পাঁচজন। এ ছাড়া আক্রান্ত হয়েছে ৪৯ জন। এদের মধ্যে ১৯ জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন।


আরো সংবাদ



premium cement

সকল