২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

‘অখণ্ড ভারতের’ মানচিত্র : যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাংবাদিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। - ছবি : ইউএনবি

‘অখণ্ড ভারতের’ মানচিত্র বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ভারতের সংসদ ভবনে ‘অখণ্ড ভারতের’ মানচিত্র স্থাপন বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা জানার জন্য দিল্লিতে বাংলাদেশ দূতাবাসকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (৫ জুন) বিকেলে শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

ওই মানচিত্রে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালকে অখণ্ড ভারতের মানচিত্রে দেখানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটি নিয়ে সংশয় প্রকাশ করার কোনো কারণ নেই। তারপরও অধিক ব্যাখ্যার জন্য আমরা দিল্লির মিশনকে বলেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলতে, তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যা কী তা জানার জন্য।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যা জেনেছি তা হলো- ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে এটি অশোকা সাম্রাজ্যের মানচিত্র, এটি যিশু খ্রিস্টের জন্মের ৩০০ বছর আগের। সেই সময়ের যে অঞ্চলটি ছিল, তার একটি মানচিত্র এবং এটি একটি ম্যুরাল। ওই ম্যুরালে বিভিন্ন অগ্রগতির যাত্রা চিত্রায়ণ করা হয়েছে। এখানে সাংস্কৃতিক মিল থাকতে পারে, কিন্তু এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement