২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মানবাধিকার প্রতিবেদনের ‘মৌলিক ত্রুটি ও ভুল’ যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরবে ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম। - ছবি : বাসস

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, ‘২০২২ সালের ২০ মার্চ মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশ করা মানবাধিকার প্রতিবেদনে কিছু ‘মৌলিক ত্রুটি ও ভুল’ রয়েছে। ঢাকা সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরবে।’

তিনি বলেন, আমরা মার্কিন পক্ষের কাছে এই ত্রুটিগুলো উত্থাপন করব, যাতে আগামী বছরের প্রতিবেদনে এই ধরনের বিষয়ের অস্তিত্ব না থাকে।

মঙ্গলবার (২১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয়ে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে, যেখানে ঢাকা বিষয়টি নিয়ে আলোচনা করবে।

আলম বলেন, প্রতিবেদনে ‘বিতর্কিত’ অধিকার বিষয়ক সংস্থা ‘অধিকার’-এর মতো উন্মুক্ত উৎস ব্যবহার করা হয়েছে, যেটির কার্যক্রম বাংলাদেশে স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, বারবার ত্রুটি-বিচ্যুতি থাকলে এ ধরনের প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। ‘আমরা এটি আরো খতিয়ে দেখব। কোনো সমস্যা আছে কিনা, যা আমাদের বিবেচনায় নেয়া দরকার।’

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা আশা করে, অন্য সব দেশও বাংলাদেশে নিবন্ধিত নয়, এমন সংগঠন থেকে দূরত্ব বজায় রাখবে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement