২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

স্বাধীন, নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়ার দৃষ্টিভঙ্গি পোষণ করে যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত হাস

বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস । - ছবি : ইউএনবি

বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, পাঁচটি উপাদান বিশিষ্ট ইন্দো-প্যাসিফিক গড়ে তুলতে বাংলাদেশ এবং অন্য অংশীদারদের সাথে কাজ করতে চান তারা।

তিনি বলেন, আমরা এমন একটি অঞ্চল চাই যেটি স্বাধীন এবং উন্মুক্ত, আন্তঃসংযুক্ত, সমৃদ্ধ, সুরক্ষিত এবং স্থিতিস্থাপক। আমরা এই দৃষ্টিভঙ্গিটি অন্য অনেক জাতির সাথে ভাগাভাগি করি।

সোমবার (২১ নভেম্বর) ঢাকার একটি হোটেলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বে অফ বেঙ্গল কনভারসেশনে‘ইন্দো-প্রশান্ত মহাসাগরে বহুপাক্ষিক কাঠামোর অগণিত অংশবিশেষ’ প্যানেল আলোচনায় বক্তব্য দেন।

তিনি বলেন, তারা কোনো জাতিকে যুক্তরাষ্ট্র এবং অন্য কোনো অংশীদারের মধ্যে বেছে নিতে বলেন না।

হাস বলেছেন, যেহেতু আমরা ভূ-রাজনৈতিক প্রবণতা পরিবর্তন করতে পারি, সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে যুক্তিসঙ্গত নেতা হিসেবে পরিচালনা করবে। আমরা সংঘাত চাই না। আমরা স্নায়ুযুদ্ধ চাই না।

রাষ্ট্রদূত বলেন, একটি স্বাধীন, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ বিশ্বের জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে মার্কিন যুক্তরাষ্ট্র সোচ্চার থাকবে।

রাষ্ট্রদূত হাস বলেছেন, ভাগ করা হুমকি মোকাবিলার সুযোগের শূন্যতা শিগগিরই বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের প্যারিস শান্তি ফোরামে এই অঞ্চলের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুল ধরেছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement