২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের হীরক জয়ন্তী উৎসবে ঢাকাস্থ দূতাবাসে পতাকা উত্তোলন

পাকিস্তানের হীরক জয়ন্তী উপলক্ষে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠান - ছবি : নয়া দিগন্ত

পাকিস্তানের স্বাধীনতা দিবস আজ ১৪ আগস্ট। পাকিস্তান সৃষ্টির ৭৫ বছর পূর্তিতে স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে এক পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ রোববার সকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মান্যবর ইমরান আহমেদ সিদ্দিকী চ্যান্সারিতে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি কমিউনিটির সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং হাইকমিশনের কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ড. আরিফ আলভি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির বাণী পাঠ করা হয়।

পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জাতিকে অভিনন্দন জানান এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এবং আল্লামা মুহাম্মদ ইকবালের দৃষ্টিভঙ্গি অনুসারে পাকিস্তানকে গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পাকিস্তানি নেতৃত্ববৃন্দ একইসাথে অবৈধভাবে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের (আইআইওজেকে) জনগণের সাথে একাত্মতা পোষণ করেন, যারা বিগত বহু বছর ধরে সামরিক অবরোধের সম্মুখীন এবং তাদের এই ন্যায়সঙ্গত সংগ্রামে পাকিস্তানের পক্ষ হতে রাজনৈতিক, নৈতিক এবং কূটনৈতিক সমর্থনের আশ্বাস দেন।

এ উপলক্ষে বাংলাদেশ ও ভুটানে অবস্থানরত পাকিস্তানি সম্প্রদায়কে অভিনন্দন জানিয়ে হাইকমিশনার বলেন, এই দিনটি আমাদের স্বাধীন মাতৃভূমির জন্য আমাদের প্রতিষ্ঠাতা-পিতৃপুরুষদের ঐতিহাসিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয় যেখানে আমরা সম্পূর্ণভাবে ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক স্বাধীনতা নিয়ে জীবনযাপন করতে পারছি।

পূর্বপুরুষদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে, হাইকমিশনার কবি-দার্শনিক, আল্লামা মুহাম্মদ ইকবালের দৃষ্টিভঙ্গি এবং কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর আদর্শের ব্যাপারে গুরুত্বারোপ করেন বলেন, তারা পাকিস্তানকে একটি প্রগতিশীল এবং মধ্যপন্থী কল্যাণরাষ্ট্র হিসেবে কল্পনা করেছিলেন।

এ উপলক্ষে পাকিস্তান আন্দোলনের প্রতিষ্ঠাতা ও অন্যান্য সংগ্রামী নেতাদের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। হাইকমিশন উপনিবেশিকতার বিরুদ্ধে দক্ষিণ এশীয় উপমহাদেশের মুসলমানদের সংগ্রামের রূপরেখা তুলে ধরে একটি ডকুমেন্টারি ‘স্টোরি অফ পাকিস্তান’-এর বাংলা সংস্করণও প্রকাশ করেছে।

পাকিস্তানের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে মসজিদ-ই-নববীর নাক্কাশের একটি ক্যালিগ্রাফি আর্টও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা মুহম্মদ ইকবালের কবিতা নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে পাকিস্তান ও এর জনগণের মঙ্গল কামনা করে এবং ভারতীয় দখলদারিত্ব থেকে আইআইওজেকে-এর জনগণের মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement