২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সুইস রাষ্ট্রদূত মিথ্যা বলেছেন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন - ছবি : সংগৃহীত

সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড সুইস ব্যাংকে রক্ষিত বাংলাদেশীদের অর্থ সম্পর্কে মিথ্যা বলেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘রাষ্ট্রদূত মিথ্যা কথা বলেছেন।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ সচিব আগে জানিয়েছিলেন যে, তথ্য চাওয়া হয়েছিল কিন্তু তারা কোনো উত্তর দেয়নি, এটি জানিয়ে মন্ত্রী আরো বলেন, ‘আজকে আমি জিজ্ঞাসা করেছি- বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং নতুন অর্থ সচিবকে এবং তারা জানিয়েছে আমরা চেয়েছি কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। আমি বলেছি, আপনি এটি সবাইকে জানিয়ে দেন। কারণ এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া উচিৎ নয়।‘

সুইস দূতাবাসের সাথে যোগাযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, গভর্নর সাহেব আগে বিবৃতি দিক, অর্থ মন্ত্রণালয় আগে বিবৃতি দিক, তারপরে আমরা তাদের বলবো।

গত বুধবার এক অনুষ্ঠানে সুইস রাষ্ট্রদূত দাবি করেন- বাংলাদেশীরা যে অর্থ রেখেছে সেটি সম্পর্কে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য চায়নি সুইস ব্যাংক বা কর্তৃপক্ষের কাছে।


আরো সংবাদ



premium cement