২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইলিশের ২৩ টনের প্রথম চালান বেনাপোল দিয়ে ভারতে রফতানি

ইলিশের ২৩ টনের প্রথম চালান বেনাপোল দিয়ে রফতানি হয়েছে ভারতে - ছবি : নয়া দিগন্ত

দুর্গা পূজার শুভেচ্ছা হিসেবে ভারতে স্পেশাল ইলিশ রফতানির ২৩.১৫ টনের প্রথম চালান বুধবার দুপুরে বেনাপোল বন্দর দিয়ে রফতানি হয়েছে ভারতে। মঙ্গলবার ৫২ জন ইলিশ রফতানিকারককে মোট ২ হাজার ৮০ টন ইলিশ রফতানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

খুলনার সাউদান এন্ড ফুড লিমিটেড ও ঢাকার ইউনিয়ন ভেনঞ্চার নামে দুটি রফতানিকারক প্রতিষ্ঠান আজ ২৩.১৫ টন ইলিশ মাছ ভারতে রফতানি করেছে। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার মূল্যে রফতানি করা হচ্ছে ভারতে। আজ মোট ২ লাখ ৩১ হাজার ৫০০ মার্কিন ডলার মূল্যের ইলিশ রফতানি করা হয় ভারতে।

ভারতের কলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশরী এন্টারপ্রাইজ ২৩.১৫ টন ইলিশ আমদানি করেছে আজ। কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রফতানি করেন মিলা এন্টারপ্রাইজ ও বিশ্বাস ট্রেডাস নামে দুটি রফতানিকারক প্রতিষ্ঠান।

২০২০ সালের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের সর্বশেষ চালান ভারতে রফতানি করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, গত বছর ১ হাজার ৮৭৫ টন ইলিশ মাছ ভারতে রফতানি করার অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ইলিশ রফতানির প্রথম চালান আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে।


আরো সংবাদ



premium cement