২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শান্তি, বন্ধুত্ব, সহযোগিতার প্রতি চীন প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রদূত

শান্তি, বন্ধুত্ব, সহযোগিতার প্রতি চীন প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রদূত - ছবি : নয়া দিগন্ত

অধিকতর স্থিতিশীল, সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ এক বিশ্ব গড়ার জন্য চীন দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশসহ সারা বিশ্বের দেশগুলোর সাথে হাত মেলাতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

তিনি বলেন, ‘সামনে এগিয়ে যেতে চীন শান্তি, স্থিতিশীলতা, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

চীনা রাষ্ট্রদূত ‘ওয়ার্ল্ড অ্যান্টি-ফ্যাসিস্ট ওয়ার: এ হিস্টোরিক স্ট্রাগল ফর নিউ ইন্টারন্যাশনাল অর্ডার অ্যান্ড লং লাস্টিং পিস’ শীর্ষক নিবন্ধে এ কথা বলেন।

তিনি বলেন, আজ চীনের বিজয় দিবস, এমন একটি দিন যা চীনবাসী এবং বিশ্ববাসীর স্মৃতিতে চিরকাল খচিত থাকবে।

শান্তির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জিমিং বলেন, মানবজাতির জন্য অভিন্ন ভবিষ্যতের যৌথ দৃঢ় ধারণা পোষণ করা দরকার।

তিনি বলেন, ‘কুসংস্কার, বৈষম্য, বিদ্বেষ এবং যুদ্ধ কেবল বিপর্যয় ও দুর্ভোগের কারণ হতে পারে, অপরদিকে পারস্পরিক শ্রদ্ধা, সাম্যতা, শান্তিপূর্ণ উন্নয়ন এবং সমৃদ্ধি সঠিক পথ অনুসরণ করার প্রতিনিধিত্ব করে।’

চীনা রাষ্ট্রদূত বলেন, সব দেশকে সম্মিলিতভাবে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার মাধ্যমে পরিচালিত আন্তর্জাতিক শৃঙ্খলা ও ব্যবস্থা যৌথভাবে মেনে চলতে হবে, সমান সহযোগিতার বৈশিষ্ট্যযুক্ত এক নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করতে হবে এবং বৈশ্বিক শান্তি ও উন্নয়নের মহৎ উদ্দেশ্যগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, এ ক্ষেত্রে চীন শান্তিপূর্ণ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

সূত্র : ইউএনবি

 


আরো সংবাদ



premium cement