২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশী দেশে ফিরছেন

ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশী দেশে ফিরছেন - ছবি : সংগৃহীত

ভিয়েতনামে আটকে পড়া ১১ জন বাংলাদেশী ভিয়েত জেট এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার বাংলাদেশে ফিরছেন। এসব নাগরিক কোভিড-১৯ মহামারীর কারণে ভিয়েতনামে আটকে পড়েছিলেন।

শুক্রবার ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকে ভিয়েতনামের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার ভিয়েতনাম দূতাবাস এই বিশেষ ফ্লাইটের আয়োজন করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনুরোধে ভিয়েতনাম সরকার আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে দিতে সম্মত হয়।

আটকে পড়া নাগরিকরা শুক্রবার বিকেলে দেশে ফিরবেন। ফেরত আসা বাংলাদেশীদের মধ্যে দু’জন ভিয়েতনামে কর্মরত ছিলেন। আর বাকি ৯ জন ভিয়েতনামে মিথ্যা চাকরির প্রতারণার শিকার।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও বাংলাদেশ দূতাবাস হ্যানয়ের কর্মকর্তারা প্রত্যাবাসন সংক্রান্ত সার্বিক সহযোগিতা করেছেন। একই সাথে বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাোসনরত বাংলাদেশীদের বিদায় জানান।

 


আরো সংবাদ



premium cement

সকল