২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাকা ছেড়েছেন ১২৩ ইউরোপীয় নাগরিক

- ফাইল ছবি

ঢাকা থেকে মোট ১২৩ ইউরোপীয় নাগরিক শুক্রবার নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

জার্মান সরকারের একটি ভাড়া করা বিশেষ বিমানে তারা দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

তবে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক ১১০ জন নাগরিক যাচ্ছেন বলে জানিয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ এক টুইটে জানান, জার্মান দূতাবাসের একটি দল ইইউ দূতাবাসের সাথে মিলিত হয়ে জার্মানি এবং ইউরোপীয়ানদের জন্য ফ্র্যাঙ্কফুটের উদ্দেশে একটি বিশেষ বিমান ভাড়া করেন।

এদিকে, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক এক টুইট বার্তায় বলেন, ‘আজ বাংলাদেশ থেকে প্রায় ১১০ জন ইউরোপীয় নাগরিককে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সহায়তা করেছে।’

ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশ বিমানবন্দর এবং অভিবাসন কর্তৃপক্ষকে এই বিশেষ সুবিধা দেয়ার জন্য গভীরভাবে ধন্যবাদ জানায়। ইউএনবি।


আরো সংবাদ



premium cement