২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রোববার ভিডিও কনফারেন্সে বসছেন সার্ক নেতারা

রোববার ভিডিও কনফারেন্সে বসছেন সার্ক নেতারা - ছবি : সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় শক্তিশালী কৌশল হাতে নেয়ার জন্য রবিবার ভিডিও কনফারেন্সে বসতে যাচ্ছে সার্ক অঞ্চলের দেশগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন।

এ যৌথ ভিডিও কনফারেন্সের বিষয়টি শনিবার নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার টুইট করে বলেন, ‘অভিন্ন মঙ্গলের জন্য একসাথে হচ্ছি!’

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর আক্রমণ শনিবার পর্যন্ত ১৪৯ দেশে পৌঁছেছে এবং বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জন। সেই সাথে আক্রন্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন।

শুক্রবার করোনাভাইরাস মোকাবিলায় সমন্বিতভাবে শক্তিশালী পদক্ষেপ নেয়ার জন্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় শক্তিশালী কৌশল গ্রহণের জন্য সার্কভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আমি প্রস্তাব জানাতে চাই যে, নিজ দেশের নাগরিকদের সুস্থ রাখার উপায়গুলো নিয়ে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। একসাথে, আমরা বিশ্বের কাছে একটি উদাহরণ স্থাপন করতে পারি এবং স্বাস্থ্যকর একটি পৃথিবী গঠনে অবদান রাখতে পারি।’

একই সময়ে অন্য এক টুইট বার্তায় মোদি বলেন, ‘পুরো বিশ্ব এখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে এবং বিভিন্ন স্তরে সরকার ও জনগণ এ ভাইরাস মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে। দক্ষিণ এশিয়া, যা বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক মানুষের আবাসস্থল, সেখানে আমাদের নাগরিকদের সুস্থতা নিশ্চিত করতে কোনো রকম কৃপণতা করা উচিত নয়।’ সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় জঙ্গল থেকে তরুণীর লাশ উদ্ধার ঈদগাঁওতে মাদককারবারি গ্রেফতার শিক্ষায় ব্যাঘাত : ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম-স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ২৯০ কোটি ডলারের মামলা আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর

সকল