২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা ও ইউরোপে ফ্লাইট বাতিল

বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা ও ইউরোপে ফ্লাইট বাতিল - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশ ৩১ মার্চ পর্যন্ত সব দেশের জন্য অন–অ্যারাইভাল ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ইতালি, স্পেনসহ ইউরোপে করোনার বিস্তার ঘটা দেশগুলো থেকে ফ্লাইট আসা বন্ধ রাখতে যাচ্ছে। তবে ইউরোপের দেশ যুক্তরাজ্য এই তালিকার বাইরে থাকছে।

শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

চীনের উহানে গত বছরের ডিসেম্বরে প্রাদুর্ভাব হয় করোনাভাইরাসের। এরপর থেকে বিশ্বের ১২২টি দেশে ছড়িয়ে পড়েছে। মারা গেছে অন্তত সাড়ে পাঁচ হাজার মানুষ। আক্রান্ত হয়েছে সোয়া এক লাখ মানুষ।


আরো সংবাদ



premium cement