২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মুজিববর্ষের অনুষ্ঠানে থাকবেন নরেন্দ্র মোদি

- ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলছে নানা আয়োজন। জন্মশতবার্ষিকীর এ আয়োজনে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে মার্চে ঢাকা আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হবে।

কত তারিখে ভারতের প্রধানমন্ত্রী আসবেন সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান ১৭ মার্চ। এদিন টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। যার কারণে ভারতের প্রধানমন্ত্রী ১৬ মার্চ বা ১৭ মার্চ আসতে পারেন। তবে ১৬ তারিখ এলে খুব ভালো হয়। এখনো তারিখ ঠিক হয়নি।

মন্ত্রী আরো জানান, নরেন্দ্র মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ২ মার্চ ঢাকায় আসছেন। হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।


আরো সংবাদ



premium cement