১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নৌকাডুবিতে হতাহতদের সহায়তা দিতে প্রস্তুত জাতিসঙ্ঘ

সেন্টমার্টিন্স দ্বীপের উপকূলে নৌকাডুবির পর নিরাপদ স্থানে যাওয়ার জন্য অপেক্ষা করছেন রোহিঙ্গারা - ছবি : এএফপি

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন্স দ্বীপের উপকূলে নৌকাডুবির ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত জাতিসঙ্ঘ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসঙ্ঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) দুর্ঘটনায় হতাহতের সাহায্যে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের সাথে কাজ শুরু করেছে।

মঙ্গলবার জাতিসঙ্ঘের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আইওএম, ইউএনএইচসিআরসহ জাতিসঙ্ঘের সব সংস্থা ও এনজিওগুলো এ ঘটনায় গভীরভাবে দুঃখিত। আমরা সরকারের পাশে থেকে উদ্ধারকৃতদের খাদ্য, আশ্রয়, চিকিৎসা বা অন্য যে কোন সহায়তায় এগিয়ে আসতে প্রস্তুত রয়েছি।

এতে বলা হয়, কক্সবাজারে অনিয়মিত ও অনিরাপদ নৌযাত্রা নতুন কোনো ঘটনা নয়। রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশী জনগণ উভয়েই পরিস্থিতির শিকার হয়ে এ ধরনের ঝুঁকি নিয়ে থাকে। সাগরপথে অনিরাপদ ভ্রমণের কথা বিবেচনা করে জাতিসঙ্ঘ ও বাংলাদেশ সরকার উভয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে। মানবপাচাররোধে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে কাজ করে যাচ্ছি। মানবপাচার থেকে উদ্ধারকৃতদের জন্য কক্সবাজার জেলায় নানাবিধ সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

গত সোমবার রাতে দুটি ট্রলার ২৫০ জনের বেশি রোহিঙ্গা নিয়ে টেকনাফের মোনাখালী এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। পরে সেন্টমার্টিন দ্বীপের ৩/৪ কিলোমিটার কাছে একটি ট্রলার যাত্রীসহ পানিতে ডুবে যায়। কোস্টগার্ড ও নৌবাহিনী ১৫ জনের লাশ উদ্ধার করেছে। এছাড়া ৬৩ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল