১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশে এসে ধরে নিয়ে যাওয়া ২ জেলেকে ফেরত দিল বিএসএফ

-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্মলচর থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি দুই জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শুক্রবার বিকালে বাংলাদেশ সীমান্তের ভাটোপাড়া এলাকার ৪৭/৭ পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।

ওই দুই জেলে হলেন- উপজেলার প্রেমতলী কাঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে আব্দুর রহিম (৫৫) ও মৃত মোশাররফ হোসেনের ছেলে ওমর আলী (৩২)।

এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। সন্ধ্যায় বিষয়টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) প্রেমতলী বিওপি ক্যাম্পে জানায় জেলেদের পরিবার। পরে বিজিবির পক্ষ থেকে তাদের ফেরত আনার উদ্যোগ নেয়া হয়।

প্রেমতলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার ফরিদ হোসেন বলেন, পতাকা বৈঠকে বিজিবির পক্ষে তিনি নিজে এবং বিএফএফের পক্ষে ভারতের টিকনার চর ক্যাম্পের কমান্ডার রাম কুমার নেতৃত্ব দেন। বৈঠকের পর রহিম ও ওমরকে তারা হস্তান্তর করে। এ সময় মাটিকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য নয়ম আলী স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার নয়ন আলী জানিয়েছিলেন, পদ্মা নদীতে মাছ ধরে বাংলাদেশ সীমানার ভেতরে ফরহাদপুর সামাজিক বনায়নের পাশের নির্মলচর হয়ে বাড়ি ফিরছিলেন দুই জেলে। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে তাদের ধরে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement