২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিন, ওয়াশিংটনকে ঢাকা

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিন, ওয়াশিংটনকে ঢাকা - ছবি : সংগৃহীত

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আদালতের রায় কার্যকরের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি দণ্ডপ্রাপ্ত মেজর (অব.) রাশেদ চৌধুরীকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ কামনা করেছে বাংলাদেশ।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী এলিস ওয়েলসের সাথে বৈঠকে বিষয়টি তুলে ধরেন।

ঢাকা সফররত মার্কিন সহকারী মন্ত্রীকে ড. মোমেন বলেন, ‘আমরা (আমাদের দেশে) আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে চাই, যা আপনারাও (আপনাদের দেশে) চান। কিন্তু সমস্যা হলো যে এক পলাতক খুনি আপনাদের দেশে বাস করছেন। আমরা তাকে ফেরত চাই।’

বৈঠক শেষ তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

এলিস ওয়েলস পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে দণ্ডের নথিপত্র দেখার পর তারা এ বিষয়ে বাংলাদেশকে জানাবে।

বাংলাদেশ আশা করে, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ফেরত দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডা এক ‘ভিন্নতা’ সৃষ্টি করবে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে পরিবারের অধিকাংশ সদস্যসহ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধু। এ ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে পাঁচজনের দণ্ড ২০১০ সালের জানুয়ারিতে কার্যকর করা হয়। একজন ২০০১ সালে জিম্বাবুয়েতে মারা যান। বাকি ছয় আসামি পলাতক। তাদের মধ্যে নুর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আছেন।


আরো সংবাদ



premium cement
মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল